Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Bengali: পবিত্র বাইবেল (BERV)
Version
গীতসংহিতা 93

93 প্রভুই রাজা।
    তিনি রাজকীয় এবং শক্তিমান পোশাকে সজ্জিত।
তিনি দৃঢ়তার সঙ্গে এই বিশ্বকে তার আপন জায়গায় স্থাপন করেছেন
    এবং এটাকে নাড়ানো হবে না।
হে ঈশ্বর, আপনার রাজত্ব চিরদিন ধরে রয়েছে।
    ঈশ্বর আপনার অস্তিত্ব অনাদিকাল থেকে রয়েছে।
প্রভু, নদীর গর্জন প্রচণ্ড তীব্র।
    উচ্চকিত ঢেউ প্রচণ্ড গর্জনশীল।
সমুদ্রের উচ্চকিত ঢেউ প্রচণ্ড তীব্র ও গর্জনশীল।
    কিন্তু উর্দ্ধে অবস্থিত প্রভু তার থেকেও বেশী শক্তিশালী।
প্রভু আপনার বিধি চিরদিন বজায় থাকবে।
    আপনার পবিত্র মন্দিরের অস্তিত্ব দীর্ঘকালের জন্য বজায় থাকবে।

গীতসংহিতা 96

96 প্রভু যা কিছু নতুন করেছেন তার জন্য একটা নতুন গান গাও!
    সারা পৃথিবীকে প্রভুর উদ্দেশ্যে গেয়ে উঠতে দাও।
প্রভুর উদ্দেশ্যে গান গাও এবং তাঁর নামকে ধন্য কর!
    আনন্দ সংবাদ ছড়িয়ে দাও! যিনি প্রতিদিন আমাদের রক্ষা করেন তাঁর কথা বল!
লোকেদের বল যে ঈশ্বর সত্যিই বিস্ময়কর।
    ঈশ্বর যে সব আশ্চর্য কার্য করেন তা সর্বত্র মানুষকে বল।
প্রভু মহান এবং প্রশংসার যোগ্য।
    অন্য যে কোন “দেবতার” চেয়ে তিনি অনেক বেশী ভয়ঙ্কর।
অন্যান্য সমস্ত জাতির “দেবতা” মূর্ত্তিমাত্র।
    কিন্তু প্রভু স্বর্গ সৃষ্টি করেছেন।
তাঁর সামনে অনুপম মহিমা ভাস্বর হয়ে ওঠে।
    ঈশ্বরের পবিত্র মন্দিরে শক্তি ও সৌন্দর্য্য দুই-ই আছে।
হে পরিবার ও জাতিগণ, প্রশংসার গান কর
    এবং প্রভুকে মহিমান্বিত কর।
প্রভুর নামের প্রশংসা কর।
    তোমাদের নৈবেদ্য নাও এবং মন্দিরে যাও।
    তোমাদের পবিত্র পোশাকে প্রভুর সামনে নত হও।
পৃথিবীর সমগ্র জনগণ, তাঁর উপস্থিতিতে তাঁকে শ্রদ্ধা জানাও।
10     জাতিগণের মধ্যে ঘোষণা করে দাও যে প্রভু রাজা!
তাহলে বিশ্ব ধ্বংস হবে না।
    অতএব প্রভু ন্যায়পরায়ণতার সঙ্গে লোকদের বিচার করেন।
11 হে স্বর্গলোক—সুখী হও! হে পৃথিবী—উল্লসিত হও!
    সমুদ্র এবং সমুদ্রে যা কিছু রয়েছে তোমরা সবাই আনন্দে চিৎকার করে ওঠো!
12 ক্ষেতগুলি এবং সেখানে যা কিছু জন্মেছে, সুখী হও!
    হে অরণ্যের বৃক্ষরাশি, তোমরা গান গাও ও সুখী হও!
13 খুশী হও, কারণ প্রভু আসছেন।
    পৃথিবীকে শাসন[a] করার জন্য প্রভু আসছেন।
ন্যায় বিচার ও সত্যপথে তিনি পৃথিবীকে শাসন করবেন।

গীতসংহিতা 34

দায়ূদের একটি গীত। যখন থেকে দায়ূদ পাগলের মত আচরণ করেছিলেন যাতে অবীমেলক তাঁকে দূর করে দেন। এইভাবে দায়ূদ তাঁকে ছেড়ে চলে যান।

34 সর্বদা আমি প্রভুকে ধন্যবাদ জানাই।
    আমার মুখ সর্বদাই তাঁর প্রশংসা করে।
হে বিনীত লোকরা, যখন আমি প্রভুর সম্পর্কে বড়াই করি
    তোমরা শোন এবং সুখী হও।
আমার সঙ্গে সঙ্গে ঈশ্বরের প্রশংসা কর।
    এসো আমরা তাঁর নামের সম্মান করি।
আমি ঈশ্বরের কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম এবং তিনি শুনেছেন।
    যা কিছু আমি ভয় করতাম, তা থেকে তিনি আমায় উদ্ধার করেছেন।
সাহায্যের জন্য ঈশ্বরের দিকে চাও,
    তিনি তোমায় গ্রহণ করবেন।
    লজ্জিত হয়ো না।[a]
এই দরিদ্র মানুষটি প্রভুকে ডেকে সাহায্য প্রার্থনা করে।
    প্রভু আমার কথা শুনেছেন
    এবং সব সমস্যা থেকে তিনি আমায় রক্ষা করেছেন।
যারা প্রভুকে অনুসরণ করে, প্রভুর দূত এসে তাদের চারিদিকে শিবির স্থাপন করেন।
    প্রভুর দূত তাদের রক্ষা করেন।
প্রভু কতখানি ভালো তা দেখাবার জন্য প্রভুর স্বাদ গ্রহণ কর।
    যে প্রভুর ওপর নির্ভর করে সে সত্যিই সুখী হয়।
তোমরা প্রভুর পবিত্র অনুগামীরা, প্রভুকে শ্রদ্ধা কর।
    কারণ অনুগামীদের কাছে প্রত্যেকটি জিনিস আছে যা তাদের প্রয়োজন।
10 বলবান লোকরাও ক্ষুধার্ত এবং দুর্বল হয়ে পড়বে।
    কিন্তু যারা ঈশ্বরের কাছে সাহায্যের জন্য যাবে, তারা সব ভালো জিনিসই পাবে।
11 শিশুরা, আমার কথা শোন,
    আমি তোমাদের শিখিয়ে দেবো কেমন করে প্রভুকে শ্রদ্ধা করতে হয়।
12 যদি কেউ জীবনকে ভালোবাসে
    এবং দীর্ঘ ও ভালো জীবনযাপন করতে চায়,
13 তাহলে, সেই ব্যক্তি যেন মন্দ কথা না বলে,
    সে যেন মিথ্যা কথা না বলে।
14 খারাপ কাজ করা বন্ধ করে দাও! ভালো কাজ কর।
    শান্তির জন্য কাজ কর। যতক্ষণ না শান্তি পাও, ততক্ষণ তার পেছনে ছুটে বেড়াও।
15 ভালো লোকদের প্রভু রক্ষা করেন।
    তিনি তাদের প্রার্থনা শোনেন।
16 কিন্তু যারা খারাপ কাজ করে প্রভু তাদের বিরোধী।
    তিনি তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করেন!

17 প্রভুর কাছে প্রার্থনা কর এবং তিনি তোমার কথা শুনবেন
    এবং সব সংকট থেকে তিনি তোমায় উদ্ধার করবেন।
18 যখন সংকট আসে তখন কয়েকজন দম্ভ করা থেকে বিরত হয়।
    প্রভু সেই সব ভগ্ন হৃদয় লোকের কাছাকাছি থাকেন এবং তাদের উদ্ধার করেন।
19 ভালো লোকদের অনেক সমস্যা হতে পারে,
    কিন্তু প্রত্যেকটা সমস্যা থেকে প্রভু তাদের উদ্ধার করবেন।
20 তাদের প্রত্যেকটি হাড় প্রভু রক্ষা করবেন।
    তাদের একটি হাড়ও ভাঙবে না।
21 দুষ্ট লোকদের শয়তানি
    তাদের ক্রমশঃ ধ্বংস করবে।
22 প্রভু তাঁর দাসদের আত্মাকে রক্ষা করেন।
    যারা তাঁর ওপর নির্ভর করে তিনি তাদের বিনষ্ট হতে দেবেন না।

যিশাইয় 57:14-21

প্রভু তাঁর লোকদের রক্ষা করবেন

14 রাস্তা পরিষ্কার করো! রাস্তা পরিষ্কার করো!
    আমার লোকদের রাস্তা থেকে বাধা সরাও।

15 ঈশ্বর ওপরে, আরো ওপরে।
    তিনি থাকবেন চিরকাল।
    তাঁর নাম পবিত্র।
ঈশ্বর বলেন, “আমি অনেক উঁচু ও পবিত্র স্থানে বাস করলেও
    যারা দুঃখীত ও বিনীত তাদের সঙ্গেও আমি থাকি।
যাদের আত্মা অনিষ্টকারী তাদের আমি নতুন জীবন দেব।
    যাদের মনে দুঃখ রয়েছে আমি তাদের নতুন জীবন দেব।
16 আমি চিরকাল যুদ্ধ করব না।
    সব সময় আমি ক্রুদ্ধ থাকব না।
আমি যদি সব সময় ক্রুদ্ধ থাকি
    তাহলে মানুষের আত্মা, যে জীবন আমি তাদের দিয়েছি সেটা আমার সামনে মরে যাবে।
    আমি তাদের তো নতুন জীবন দিয়েছি।
17 এই লোকরা খারাপ কাজ করেছিল বলে
    আমিই ক্রুদ্ধ হয়েছিলাম।
তাই আমি ইস্রায়েলকে শাস্তি দিয়েছিলাম
    এবং ইস্রায়েল আমাকে ত্যাগ করেছিল।
সে তার ইচ্ছে মতো
    যেখানে খুশি চলে গিয়েছিল।
18 ইস্রায়েল কোথায় গিয়েছিল আমি দেখেছি, তাই আমি ইস্রায়েলকে ক্ষমা করব।
    আমি ইস্রায়েল এবং যারা তার জন্য বিলাপ করে তাদের নেতৃত্ব এবং আরাম দেব।
19 আমি তাদের নতুন শব্দ শেখাব ‘শান্তি।’
    আমি আমার কাছের ও দূরের লোকেদের শান্তি দেব।
আমি তাদের ক্ষমা করে দেবো!”
প্রভু নিজে নিজেই এই কথা বলেন।

20 কিন্তু দুষ্ট লোকরা ঠিক একটি ক্রুদ্ধ সমুদ্রের মতো।
    তারা শান্ত ও শান্তিপ্রিয় হতে পারে না।
তারাও সমুদ্রের মতো ক্রুদ্ধ।
    এবং সমুদ্রের মতো তারাও কাদাকে আলোড়িত করে।
21 আমার ঈশ্বর বলেন,
    “দুষ্ট লোকদের শান্তি নেই।”

ইব্রীয় 12:1-6

আমাদেরও যীশুর দৃষ্টান্ত অনুসরণ করা উচিত

12 আমাদের চারপাশে ঈশ্বর বিশ্বাসী ঐসব মানুষরা রয়েছেন। তাঁদের জীবন ব্যক্ত করছে বিশ্বাসের প্রকৃতরূপ, তাই আমাদের উচিত তাঁদের অনুসরণ করা। আমাদেরও উচিত সেই দৌড়ে যোগ দেওয়া যা আমাদের জন্য নির্দিষ্ট আছে, কখনই থেমে যাওয়া উচিত নয়। জীবনে যা বাধার সৃষ্টি করতে পারে এমন সব কিছু আমরা যেন দূরে ফেলে দিই। যে পাপ সহজে জড়িয়ে ধরে তা যেন দূরে ঠেলে দিই। আমাদের সর্বদাই যীশুর আদর্শ অনুযায়ী চলা উচিত। বিশ্বাসের পথে যীশুই আমাদের নেতা; তিনি আমাদের বিশ্বাসকে পূর্ণতা দেন। তিনি ক্রুশের উপর মৃত্যুভোগ করলেন; ক্রুশের মৃত্যুর অপমান তুচ্ছ জ্ঞান করে তা সহ্য করলেন। তাঁর সম্মুখে ঈশ্বর যে আনন্দ রেখেছিলেন সেই দিকে দৃষ্টি রেখেই যীশু তা করতে পেরেছিলেন। এখন তিনি ঈশ্বরের সিংহাসনের ডানপাশে বসে আছেন। যীশুর কথা ভাবো, যখন পাপীরা তাঁর বিরোধিতা করে অনেক নিন্দা-মন্দ করেছিল, তখন তিনি এই সমস্ত বিরোধিতা সহ্য করেছিলেন। যীশু তা করেছিলেন যাতে তোমরাও তাঁর মতো সহিষ্ণু হও এবং চেষ্টা করা থেকে বিরত না হও।

ঈশ্বর হলেন পিতার মতো

পাপের বিরুদ্ধে লড়াইয়ে তোমরা এখনও মৃত্যুর মুখোমুখি হও নি। তোমরা ঈশ্বরের সন্তান, তিনি তোমাদের সান্ত্বনার কথা বলেন। তোমরা সম্ভবতঃ সেই উৎসাহব্যঞ্জক কথা ভুলে গেছ। তিনি বলেছেন:

“হে আমার পুত্র, প্রভু যখন তোমায় শাসন করেন, মনে করো না যে তার কোন মূল্য নেই।
    তিনি যখন তোমায় সংশোধন করেন তখন নিরুৎসাহ হয়ো না।
কারণ প্রভু যাকে ভালবাসেন তাকেই শাসন করেন,
    সমস্ত পুত্রই পিতা কর্ত্তৃক শাসিত হয়।”(A)

যোহন 7:37-46

যীশু পবিত্র আত্মার বিষয়ে বললেন

37 পর্বের শেষ দিন, যে দিনটি বিশেষ দিন, সেই দিন যীশু উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বললেন, “কারোর যদি পিপাসা পেয়ে থাকে তবে সে আমার কাছে এসে পান করুক। 38 শাস্ত্রে এ কথা বলে, যে আমার ওপর বিশ্বাস করে তার অন্তর থেকে জীবন্ত জলের নদী বইবে।” 39 যীশু পবিত্র আত্মা সম্পর্কে এই কথা বললেন, “সেই পবিত্র আত্মা তখনও দেওয়া হয় নি, কারণ যীশু তখনও মহিমান্বিত হন নি; কিন্তু পরে যারা যীশুকে বিশ্বাস করে তারা সেই আত্মা পাবে।”

যীশুকে নিয়ে লোকদের মধ্যে তর্ক

40 সমবেত জনতা যখন এই কথা শুনল তখন তাদের মধ্যে কেউ কেউ বলল, “ইনি সত্যিই সেই ভাববাদী।”

41 অন্যরা বলল, “ইনি মশীহ (খ্রীষ্ট)।”

এ সত্ত্বেও কেউ কেউ বলল, “খ্রীষ্ট গালীলী থেকে আসবেন না। 42 শাস্ত্রে কি একথা লেখা নেই যে খ্রীষ্টকে দায়ূদের বংশধর হতে হবে; আর দায়ূদ যে বৈৎলেহম শহরে থাকতেন, তিনি সেখান থেকে আসবেন?” 43 তাঁর জন্য এইভাবে লোকদের মধ্যে মতভেদের সৃষ্টি হল। 44 কেউ কেউ তাঁকে গ্রেপ্তার করতে চাইল; কিন্তু কেউ তাঁর গায়ে হাত দিতে সাহস করল না।

ইহুদী নেতাদের অবিশ্বাস

45 তখন মন্দিরের সেই পদাতিকরা, প্রধান যাজক ও ফরীশীদের কাছে ফিরে গেল। তাঁরা মন্দিরের সেই পদাতিককে জিজ্ঞেস করলেন, “তোমরা তাঁকে ধরে আনলে না কেন?”

46 পদাতিকরা বলল, “উনি যে সব কথা বলছিলেন কোন মানুষ কখনও সেই ধরণের কথা বলেনি!”

Bengali: পবিত্র বাইবেল (BERV)

Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International