Print Page Options
Previous Prev Day Next DayNext

Book of Common Prayer

Daily Old and New Testament readings based on the Book of Common Prayer.
Duration: 861 days
Bengali: পবিত্র বাইবেল (BERV)
Version
গীতসংহিতা 24

দায়ূদের একটি গীত।

24 এই পৃথিবী এবং পৃথিবীর সমস্ত কিছুই প্রভুর।
    এই জগৎ‌‌ এবং জগতের সব লোকও তাঁর।
প্রভু জলের ওপর এই পৃথিবী সৃষ্টি করেছেন।
    তিনি নদীসমূহের ওপর এইসব তৈরী করেছেন।

কে প্রভুর পর্বতে আরোহণ করতে পারে?
    কে প্রভুর পবিত্র মন্দিরে গিয়ে দাঁড়াতে পারে?
সেই সব লোক যারা মন্দ কাজ করে নি,
    সেই সব লোক যাদের অন্তঃকরণ শুচি,
    সেই সব লোকরা যারা মিথ্যেকে সত্যের মত করে বলবার সময় আমার নাম নেয় নি,
    যারা মিথ্যা কথা বলে নি এবং মিথ্যা প্রতিশ্রুতি দেয় নি একমাত্র সেই সব লোকই এখানে উপাসনা করতে পারে।

ভালো লোকরা প্রভুকে অন্যদের আশীর্বাদ করবার জন্য বলে।
    ঐসব ভালো লোকরাও ঈশ্বর, তাদের পরিত্রাতাকে ভাল কাজই করতে বলে।
সেই সব ভালো লোক ঈশ্বরকে অনুসরণ করার চেষ্টা করে।
    তারা সাহায্যের জন্য যাকোবের ঈশ্বরের কাছে যায়।

হে ফটক সকল, তোমাদের মাথা তোল!
    হে প্রাচীন দ্বারসমূহ, খুলে যাও,
    কারণ মহিমান্বিত রাজা ভেতরে আসবেন।
কে সেই মহিমান্বিত রাজা?
    প্রভুই সেই রাজা। তিনিই পরাক্রমী সৈনিক।
    প্রভুই সেই রাজা, তিনিই যুদ্ধের নায়ক।

হে ফটক সকল, তোমাদের মাথা তোল!
    হে প্রাচীন প্রবেশ দ্বারসমূহ, খুলে যাও,
    কারণ মহিমান্বিত রাজা ভেতরে আসবেন।
10 কে সেই মহিমান্বিত রাজা?
    সর্বশক্তিমান প্রভুই সেই রাজা। তিনিই সেই মহিমান্বিত রাজা!

গীতসংহিতা 29

দায়ূদের একটি গীত।

29 হে ঈশ্বরের সন্তানরা, তোমরা প্রভুর প্রশংসা কর!
    তাঁর শক্তি এবং মহিমার প্রশংসা কর।
প্রভুর প্রশংসা কর এবং তাঁর নামের সম্মান কর!
    তোমরা পবিত্র বস্ত্র পরে তাঁর উপাসনা কর।
প্রভুর রব সমুদ্রের এপার থেকে ওপারে শোনা যায়।
    মহিমান্বিত ঈশ্বরের রব মহাসমুদ্রের বজ্রধ্বনির মত।
প্রভুর রব তাঁর শক্তি ঘোষণা করে।
    প্রভুর রব তাঁর মহিমা প্রকাশ করে।
প্রভুর রব বিরাট বড় এরস গাছদের ভেঙে টুকরো টুকরো করে দেয়।
    প্রভু লিবানোনের এরস গাছ ভেঙে দিয়েছেন।
প্রভু লিবানোনকে প্রকম্পিত করেছেন এবং দেখে মনে হয় যেন একটি বাচ্চা বাছুর নাচছে।
    শিরিয়োণ[a] প্রকম্পিত হচ্ছে, দেখে মনে হয় যেন একটা বাচ্চা ছাগল লাফাচ্ছে।
বিদ্যুতের চমক দিয়ে প্রভুর রব বাতাসকে কেটে কেটে দিচ্ছে।
প্রভুর রব মরুভূমিকে কাঁপিয়ে দিচ্ছে।
    প্রভুর রবে কাদেশ মরুভূমি কেঁপে উঠছে।
প্রভুর রব দেবদারু গাছকে কাঁপিয়ে দেয়।
    প্রভু বনস্থলী ধ্বংস করেন।
কিন্তু তাঁর পবিত্র মন্দিরে, লোকে তাঁর মহিমার গান গায়।

10 প্লাবনের সময় প্রভুই ছিলেন রাজা
    এবং চিরদিনের জন্য প্রভুই রাজা থাকবেন।
11 প্রভু তাঁর লোকদের শক্তি দেন।
    তিনি তাঁর লোকেদের শান্তি দিয়ে আশীর্বাদ করেন।

গীতসংহিতা 8

পরিচালকের প্রতি: গিত্তীৎ‌ সহযোগে দায়ূদের একটি গীত।

হে প্রভু, আমাদের সদাপ্রভু, সারা পৃথিবীতে আপনার নামই সব থেকে মহিমান্বিত!
    আপনার নাম স্বর্গলোক জুড়ে আপনার প্রশংসা এনে দেয়।

শিশু ও দুগ্ধপোষ্যদের মুখ থেকে আপনার প্রশংসা গীত বেরিয়ে আসে।
    আপনার শত্রুদের নীরব করে দেওয়ার জন্য আপনি ওদের মুখে এইসব শক্তিশালী গান দিয়েছেন।

আপনি নিজের হাত দিয়ে যে স্বর্গ সৃষ্টি করেছেন তার দিকে চেয়ে দেখি।
    আপনার সৃষ্টি করা চাঁদ এবং তারা দেখি এবং আমি বিস্মিত হই।
“লোকরা আপনার কাছে এত গুরুত্বপূর্ণ কেন?
    কেন আপনি তাদের কথা স্মরণ করেন?
কেন লোকরা আপনার কাছে এত গুরুত্বপূর্ণ?
    আপনি তাদের দিকে তাকিয়েই বা দেখেন কেন?”

কিন্তু মানুষ আপনার কাছে গুরুত্বপূর্ণ!
    আপনি মানুষকে প্রায় দেবতার মত করেই বানিয়েছেন।
    এবং গৌরব ও সম্মান দিয়ে আপনি মানুষকে মহিমান্বিত করেছেন।
আপনি যা যা সৃষ্টি করেছেন তার দায়িত্ব আপনি মানুষের হাতেই দিয়েছেন।
    সব কিছুই আপনি মানুষের নিয়ন্ত্রণে রেখেছেন।
মেষ, গবাদিপশু সহ অন্যান্য বন্য জন্তুদের ওপরে মানুষ কর্ত্তৃত্ব করেছে।
আকাশের পাখী
    ও জলের মাছের ওপর কর্ত্তৃত্ব করেছে।
হে প্রভু, আমাদের সদাপ্রভু, সমগ্র বিশ্বে আপনার নামই সব থেকে মহিমান্বিত।

গীতসংহিতা 84

সঙ্গীত পরিচালকের প্রতি: গিত্তীৎ সহযোগে কোরহ পরিবার থেকে একটি প্রশংসা গীত।

84 হে সর্বশক্তিমান প্রভু, আপনার মন্দির সত্যিই অমূল্য!
আপনার মন্দিরে ঢুকতে গেলে আমি প্রতীক্ষা করতে পারি না।
    আমি অত্যন্ত উত্তেজিত!
আমার প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গ জীবন্ত ঈশ্বরের সঙ্গে থাকতে চায়।
হে সর্বশক্তিমান প্রভু, আমার রাজা, আমার ঈশ্বর, পাখিরা পর্যন্ত আপনার মন্দিরে তাদের আশ্রয় খুঁজে পেয়েছে।
    আপনার বেদীর কাছেই ওরা বাসা বেঁধেছে এবং ওদের শাবকও আছে।
যারা আপনার মন্দিরে বাস করছে তারা খুবই ভাগ্যবান।
    ওরা এখনও আপনার প্রশংসা করছে।

হৃদয়ে সঙ্গীত নিয়ে যেসব লোকেরা
    আপনার মন্দিরে আসছে তারা খুব খুশী!
তারা নির্ঝরের মত, বাকা উপত্যকা, যেটি ঈশ্বর তৈরী করেছিলেন,
    সেটা পার হয়ে যাত্রা করে।
    শরতের বৃষ্টিতে পুকুরগুলো ভরে রয়েছে।
লোকরা যত ঈশ্বরের কাছে যায়
    তত শক্তিশালী হয়।

হে সর্বশক্তিমান প্রভু, আমার প্রার্থনা শুনুন।
    হে যাকোবের ঈশ্বর, আমার কথা শুনুন।

হে ঈশ্বর, আমাদের রক্ষাকর্তাকে সুরক্ষা দিন।
    আপনার মনোনীত রাজার প্রতি সদয় হোন।
10 অন্য জায়গায় এক হাজার দিন কাটানোর চেয়ে
    আপনার মন্দিরে একদিন কাটানো অনেক ভালো।
একজন দুষ্ট লোকের ঘরে বাস করার চেয়ে
    আমার ঈশ্বরের গৃহের দ্বারে দাঁড়িয়ে থাকা অনেক ভালো।
11 প্রভুই আমাদের রক্ষাকারী ও মহিমময় রাজা।[a]
    ঈশ্বর দয়া ও মহিমার সঙ্গে আমাদের আশীর্বাদ করেন।
যে সব লোক তাঁকে অনুসরণ করে ও মান্য করে
    ঈশ্বর তাদের ভালো জিনিসগুলি দেন।
12 হে সর্বশক্তিমান প্রভু, যারা আপনাকে বিশ্বাস করে তারা প্রকৃতই সুখী!

ইয়োব 38:1

ঈশ্বর ইয়োবের সঙ্গে কথা বললেন

38 তখন প্রভু ঝোড়ো বাতাসের মধ্যে থেকে কথা বলে উঠলেন। প্রভু বললেন:

ইয়োব 38:18-41

18 ইয়োব, এই পৃথিবীটা যে কত বড় তা কি তুমি সত্যি সত্যিই বোঝ?
    যদি তুমি এসব বুঝে থাকো, আমায় বল।

19 “ইয়োব, কোথা থেকে আলো আসে?
    কোথা থেকে অন্ধকার আসে?
20 ইয়োব, যেখান থেকে আলো ও অন্ধকার আসে, তুমি কি তাদের সেখানে ফিরিয়ে নিয়ে যেতে পারবে?
    তুমি কি জানো সেই জায়গায় কি করে যেতে হয়?
21 এইগুলো তুমি নিশ্চয় জানো, ইয়োব, কারণ তুমি বয়ঃবৃদ্ধ এবং জ্ঞানী।
    যখন আমি এসব সৃষ্টি করেছিলাম তখন তুমি জীবিত ছিলে, তাই না?[a]

22 “ইয়োব, যে ভাণ্ডারে আমি তুষার এবং শিলাবৃষ্টি সঞ্চয় করে রাখি
    তুমি কি কখনও সেখানে গিয়েছিলে?
23 সঙ্কট কালের জন্য এবং যুদ্ধবিগ্রহের জন্য
    আমি শিলাবৃষ্টি ও তুষার সঞ্চয় করে রাখি।
24 তুমি কি কখনও সেই জায়গায় গিয়েছো যেখান থেকে সূর্য উদিত হয়,
    যেখান থেকে সারা পৃথিবীতে পূবের বাতাস প্রবাহিত হয়?
25 প্রচণ্ড বৃষ্টির জন্য কে আকাশে খাদ খনন করেছে?
    কে ঝড় এবং বিদ্যুতের জন্য পথ প্রস্তুত করেছে?
26 যেখানে কোন লোকই বসবাস করে না সেখানেও কে বৃষ্টি নিয়ে যায়?
27 সেই বৃষ্টি, শূন্য ভূমিতে প্রচুর জল দেয়
    এবং ঘাস গজিয়ে ওঠে।
28 এই বৃষ্টির কি কোন জনক আছে?
    শিশির বিন্দুর পিতা কে?
29 বরফের কি কোন জননী আছে?
    তুষারকে কে জন্ম দেয়?
30 জল পাথরের মত শক্ত হয়ে জমে যায়।
    এমনকি সমুদ্রও জমে যায়!

31 “ইয়োব, তুমি কি কৃত্তিকা নক্ষত্রমালাকে এক সঙ্গে বাঁধতে পারো?
    তুমি কি কালপুরুষের বন্ধনকে মুক্ত করতে পারো?
32 তুমি কি ঠিক সময়ে নক্ষত্রমণ্ডলীকে বার করতে পারো?
    তুমি কি বিরাট ভালুকটিকে তার শাবকসহ পরিচালিত করতে পারো?
33 যে বিধির দ্বারা আকাশ শাসিত হয়, তা কি তুমি জানো?
    তুমি কি পৃথিবীর ওপর ক্রমানুসারে তাদের সাজাতে পারো?

34 “ইয়োব, তুমি কি বৃষ্টির দিকে চেয়ে,
    তাদের নির্দেশ দিতে পারো, তোমাকে বৃষ্টিতে ঢেকে দিতে?
35 তুমি কি বিদ্যুৎকে আদেশ করতে পারো?
    তারা কি তোমার কাছে এসে বলবে, ‘আপনি কোথায়?
    আপনি কি চান প্রভু?’ তুমি যেখানে চাও, তারা কি সেখানে যাবে?

36 “ইয়োব, কে মানুষকে জ্ঞানী করে?
    কে তাদের অন্তরে প্রজ্ঞা দান করে?
37 এমন জ্ঞানী কে আছে যে মেঘ গণনা করতে পারে?
    কে তাদের বৃষ্টি ঝরানোর নির্দেশ দেয়?
38 ধূলো পরিণত হয় কাদায়
    এবং এক সঙ্গে দলা পাকিয়ে থাকে।

39 “ইয়োব, তুমি কি সিংহের জন্য খাদ্য খুঁজে দাও?
    তুমি কি ওদের ক্ষুধার্ত শিশুদের খেতে দাও?
40 এই সিংহরা তাদের গুহায় লুকিয়ে থাকে।
    শিকার ধরবার জন্য তারা লম্বা ঘাসের মধ্যে লুকিয়ে ঘাপটি মেরে বসে থাকে।
41 যখন দাঁড় কাকের ছানারা ঈশ্বরের কাছে সাহায্যের জন্য চিৎকার করে এবং নিরন্ন হয়ে ঘুরতে থাকে,
    তখন কে দাঁড় কাকদের খেতে দেয়?

প্র.বা. 18:1-8

বাবিল ধ্বংস হল

18 এইসব ঘটনার পর আমি আর একজন স্বর্গদূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম। তিনি মহাপরাক্রান্ত স্বর্গদূত, তাঁর জ্যোতি সমস্ত পৃথিবীকে আলোকিত করে তুলল। তিনি প্রবল শব্দে চেঁচিয়ে উঠলেন:

“পতন হল!
    মহানগরী বাবিলের পতন হল!
সে ভূতের আবাসে পরিণত হয়েছে।
    সেই নগরী হয়েছে সব রকমের অশুচি আত্মার আবাস।
সে যতো অশুচি পাখীদের বাসা এবং যতো নোংরা
    ও ঘৃন্য পশুদের নগরীতে পরিণত হয়েছে।
পৃথিবীর সমস্ত মানুষ তার অসৎ যৌন পাপের মদিরা
    ও ঈশ্বরের রোষ মদিরা পান করেছে।
পৃথিবীর রাজারা তার সঙ্গে ব্যভিচার করেছে;
    আর পৃথিবীর ব্যবসায়ীরা তার অসংযত বিলাসিতার সুবাদে ধনবান হয়ে উঠেছে।”

এরপর আমি স্বর্গ থেকে আর একটি কন্ঠস্বর শুনতে পেলাম, সে বলছে:

“হে আমার প্রজারা, ওখান থেকে বেরিয়ে এস,
    তোমরা যেন ওর পাপের ভাগী না হও;
    আর ওর প্রাপ্য আঘাত যেন তোমাদের ওপর না আসে।
কারণ ওর পাপ স্তূপীকৃত হয়ে গগণচুম্বী হয়েছে;
    আর ঈশ্বর ওর সব অপরাধ স্মরণ করেছেন।
সে অপরের সঙ্গে যেমন ব্যবহার করেছে, তোমরাও তার প্রতি সেরূপ ব্যবহার কর।
    সে যেমন কাজ করেছে, তোমরা তার দ্বিগুণ প্রতিফল তাকে দাও।
অপরের জন্য পানপাত্রে সে যে পরিমাণ মেশাতো
    তোমরা তার জন্য সেই পাত্রে দ্বিগুণ মেশাও।
সে (বাবিল) যত অহঙ্কার ও বিলাসিতায় জীবন কাটাতো
    তোমরা তাকে তত যন্ত্রণা ও মনোকষ্ট দাও।
কারণ সে নিজের বিষয়ে বলত, ‘আমি রাণী, রাণীর মতোই সিংহাসনে বসে আছি।
    আমি বিধবা নই,
    আর আমি কখনই দুঃখ পাব না।’
অতএব এক দিনের মধ্যেই তার ওপর এই আঘাত আসবে;
    মৃত্যু, শোক ও দুর্ভিক্ষ আর আগুনে
পুড়িয়ে তাকে ধ্বংস করা হবে।
    কারণ প্রভু ঈশ্বর যিনি তার বিচার করেছেন তিনি সর্বশক্তিমান।

মথি 5:21-26

ক্রোধ সম্পর্কে যীশুর শিক্ষা

21 “তোমরা শুনেছ, আমাদের পিতৃপুরুষদের কাছে বলা হয়েছিল, ‘নরহত্যা করো না;(A) আর কেউ নরহত্যা করলে তাকে বিচারালয়ে তার জবাবদিহি করতে হবে।’ 22 কিন্তু আমি তোমাদের বলছি, যদি কেউ কোনো লোকের প্রতি ক্রুদ্ধ হয় বিচারে তাকে তার জবাবদিহি করতে হবে। আর কেউ যদি কোন লোককে বলে, ‘ওরে মূর্খ’ (অর্থাৎ নির্বোধ) তবে তাকে ইহুদী মহাসভার সামনে তার জবাব দিতে হবে। কেউ যদি কাউকে বলে ‘তুমি পাষণ্ড,’ তবে তাকে নরকের আগুনেই তার জবাব দিতে হবে।

23 “মন্দিরে যজ্ঞবেদীর সামনে নৈবেদ্য উৎসর্গ করার সময় যদি তোমার মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোন অভিযোগ আছে, 24 তবে সেই নৈবেদ্য যজ্ঞবেদীর সামনে রেখে চলে যাও, প্রথমে গিয়ে তার সঙ্গে সে বিষয়ে মিটমাট করে নাও, পরে এসে তোমার নৈবেদ্য উৎসর্গ কোরো।

25 “তোমার শত্রু যদি তোমার বিরুদ্ধে মামলা করতে চায় তবে আদালতে নিয়ে যাবার সময় পথেই তার সঙ্গে তাড়াতাড়ি মিটমাট করে ফেল; তা না হলে সে তোমাকে বিচারকের হাতে তুলে দেবে, বিচারক তোমাকে রক্ষীর হাতে দেবে আর রক্ষীরা তোমাকে কারাগারে পাঠাবে। 26 আমি তোমায় সত্যি বলছি, সেখান থেকে তুমি ছাড়া পাবে না, যতক্ষণ না তোমার দেনার শেষ পয়সাটা চুকিয়ে দাও।

Bengali: পবিত্র বাইবেল (BERV)

Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International