Add parallel Print Page Options

যীশু খ্রীষ্টের বংশ তালিকা

(লূক 3:23-38)

এই হল যীশু খ্রীষ্টের বংশ তালিকা। ইনি ছিলেন রাজা দায়ূদের বংশধর, দায়ূদ ছিলেন অব্রাহামের বংশধর।

অব্রাহামের ছেলে ইস‌্হাক।

ইস‌্হাকের ছেলে যাকোব।

যাকোবের ছেলে যিহূদা ও তার ভাইরা।

যিহূদার ছেলে পেরস ও সেরহ। (এদের মায়ের নাম তামর।)

পেরসের ছেলে হিষ্রোণ।

হিষ্রোণের ছেলে রাম।

রামের ছেলে অম্মীনাদব।

অম্মীনাদবের ছেলে নহশোন।

নহশোনের ছেলে সল্‌মোন।

সল্‌মোনের ছেলে বোয়স। (এঁর মায়ের নাম রাহব।)

বোয়সের ছেলে ওবেদ। এর মায়ের নাম রূৎ‌।

ওবেদের ছেলে যিশয়।

যিশয়ের ছেলে রাজা দায়ূদ।

দায়ূদের ছেলে রাজা শলোমন। (এর মা ছিলেন ঊরিয়ের বিধবা স্ত্রী।)

শলোমনের ছেলে রহবিয়াম।

রহবিয়ামের ছেলে অবিয়।

অবিয়ের ছেলে আসা।

আসার ছেলে যিহোশাফট।

যিহোশাফটের ছেলে যোরাম।

যোরামের ছেলে উষিয়।

উষিয়ের ছেলে যোথম।

যোথমের ছেলে আহস।

আহসের ছেলে হিষ্কিয়।

10 হিষ্কিয়ের ছেলে মনঃশি।

মনঃশির ছেলে আমোন।

আমোনের ছেলে যোশিয়।

11 যোশিয়ের ছেলে যিকনিয় ও তার ভাইরা। বাবিলে ইহুদীদের নির্বাসনের সময় এঁরা জন্মেছিলেন।

12 যিকনিয়ের ছেলে শল্টীয়েল। ইনি বাবিলে নির্বাসনের পর জন্মেছিলেন। শল্টীয়েলের ছেলে সরুব্বাবিল।

13 সরুব্বাবিলের ছেলে অবীহূদ।

অবীহূদের ছেলে ইলীয়াকীম।

ইলীয়াকীমের ছেলে আসোর।

14 আসোরের ছেলে সাদোক।

সাদোকের ছেলে আখীম।

আখীমের ছেলে ইলীহূদ।

15 ইলীহূদের ছেলে ইলিয়াসর।

ইলিয়াসরের ছেলে মত্তন।

মত্তনের ছেলে যাকোব।

16 যাকোবের ছেলে যোষেফ।

এই যোষেফই ছিলেন মরিয়মের স্বামী

এবং মরিয়মের গর্ভে যীশুর জন্ম হয়, যাঁকে মশীহ বা খ্রীষ্ট বলে।

17 এইভাবে অব্রাহাম থেকে দায়ূদ পর্যন্ত মোট চৌদ্দ পুরুষ। দায়ূদের পর থেকে বাবিলে নির্বাসন পর্যন্ত মোট চৌদ্দ পুরুষ এবং বাবিলে নির্বাসনের পর থেকে খ্রীষ্টের আগমন পর্যন্ত মোট চৌদ্দ পুরুষ।

Read full chapter