Add parallel Print Page Options

খ্রীষ্ট কি দায়ূদের পুত্র অথবা দায়ূদের প্রভু?

(মথি 22:41-46; লূক 20:41-44)

35 যীশু মন্দিরে শিক্ষা দেবার সময় বললেন, “ব্যবস্থার শিক্ষকরা কেমন করে বলে যে খ্রীষ্ট দায়ূদের পুত্র? 36 দায়ূদ তো নিজেই পবিত্র আত্মার প্রেরণাতেই এই কথা বলেছেন:

‘প্রভু আমার প্রভুকে বললেন,
তুমি আমার ডানদিকে বস
    যতক্ষণ না তোমার শত্রুদের তোমার পায়ের তলায় রাখি।’(A)

37 দায়ূদ নিজেই খ্রীষ্টকে ‘প্রভু’ বলেন। তবে কেমন করে খ্রীষ্ট দায়ূদের পুত্র হলেন?” অনেক লোক আনন্দের সাথে তাঁর কথা শুনল।

Read full chapter