Luke 8:11-13
Revised Geneva Translation
11 “The parable is this: The seed is the Word of God.
12 “And that which are along the way are those who hear, but afterward the devil comes and takes away the Word out of their hearts, lest they should believe and be saved.
13 “But the ones on the stones are those who, when they have heard the Word, receive it with joy. But they have no roots. So, for a while they believe, but in the time of temptation they go away.
Read full chapter
লূক 8:11-13
Bengali: পবিত্র বাইবেল
যীশুর বীজের দৃষ্টান্তের ব্যাখ্যা
(মথি 13:18-23; মার্ক 4:13-20)
11 “দৃষ্টান্তটির অর্থ এই, বীজ হল ঈশ্বরের শিক্ষা। 12 যে বীজ পথের ধারে পড়েছিল তা এমন লোকদের বোঝায়, যারা শোনে, তারপর দিয়াবল এসে তাদের অন্তর থেকে ঈশ্বরের শিক্ষা হরণ করে নিয়ে যায়, যেন তারা বিশ্বাস করে মুক্তি না পায়। 13 যে বীজ পাথুরে জমিতে পড়েছিল তা এমন লোকদের বোঝায়, যারা শোনার সঙ্গে সঙ্গে আনন্দের সঙ্গে তা গ্রহণ করে; কিন্তু মাটি না থাকাতে তাদের কোন শিকড় গজায়না। কিছু দিনের জন্য তারা বিশ্বাস করে বটে; কিন্তু কঠিন পরীক্ষার সময় তারা পিছিয়ে যায়।
Read full chapter© 2019, 2024 by Five Talents Audio. All rights reserved.
Bengali Holy Bible: Easy-to-Read Version. All rights reserved. © 2001 Bible League International