Add parallel Print Page Options

43 Будь мені суддею, Боже, виправдай мене.
    Врятуй від нечестивців, що Тобі не вірні.
    Спаси від наклепів неправедних людей.
Бо ти мій Бог, моя твердиня,
    навіщо ж Ти мене покинув,
    і чому від небезпечних ворогів я потерпати мушу?
Яви Свою вірність і світло Своє,
    нехай вони мене ведуть
    в Твою оселю на Святій горі.
Коли я підійду до вівтаря,
    мій Боже, Боже, я хвалитиму Тебе.
Хто подарує радість і блаженство?
    Мій Господи, прославлю я Тебе,
    співаючи пісні і граючи на лірі.

Нащо душі моїй журитись, сумувати?
    Довіритися Богу мушу,
    ми ще хвалитимемо Бога за рятунок!

43 Judge me, O God, and plead my cause against an ungodly nation: O deliver me from the deceitful and unjust man.

For thou art the God of my strength: why dost thou cast me off? why go I mourning because of the oppression of the enemy?

O send out thy light and thy truth: let them lead me; let them bring me unto thy holy hill, and to thy tabernacles.

Then will I go unto the altar of God, unto God my exceeding joy: yea, upon the harp will I praise thee, O God my God.

Why art thou cast down, O my soul? and why art thou disquieted within me? hope in God: for I shall yet praise him, who is the health of my countenance, and my God.

43 হে ঈশ্বর, একজন লোক আছে যে আপনার একনিষ্ঠ ভক্ত নয়।
সে লোক অত্যন্ত ঠগ ও মিথ্যাবাদী।
হে ঈশ্বর, আমাকে ঐ লোকটার হাত থেকে রক্ষা করুন!
আমাকে প্রতিরক্ষা করুন এবং প্রমাণ করে দিন যে আমি নির্দোষ।
ঈশ্বর, আপনিই আমার দূর্গস্বরূপ!
    প্রভু, কেন আপনি আমায় ত্যাগ করে গেছেন?
কেন আমি আমার পীড়নকারী
    শত্রুর হাতে এত বিপর্যস্ত হবো?
হে ঈশ্বর, আপনার সত্য এবং আলো আমার ওপর বিকীর্ণ হোক্।
    আপনার আলো ও সত্য আমায় পথ দেখাবে।
ঐগুলো আমায় আপনার পবিত্র পর্বতে নিয়ে যাবে।
    ঐগুলো আমাকে আপনার গৃহের পথ দেখাবে।
আমি ঈশ্বরের বেদীর কাছে যাবো।
    আমি সেই ঈশ্বরের কাছে যাবো, যিনি আমায় এত সুখী করেছেন।
ঈশ্বর, হে আমার ঈশ্বর,
    আমি বীণা বাজিয়ে আপনার প্রশংসা করবো।

কেন আমি এত দুঃখিত?
    কেন আমি এত অবসন্ন?
আমার ঈশ্বরের সাহায্যের জন্য প্রতীক্ষা করা উচিৎ‌।
    আমি তবুও প্রভুর প্রশংসা করবার একটা সুযোগ পাব।
    তিনি আমায় রক্ষা করবেন!