Add parallel Print Page Options

20 যীশু তাঁর অনুগামীদের দিকে তাকিয়ে বলতে লাগলেন,

“দরিদ্ররা তোমরা ধন্য,
    কারণ ঈশ্বরের রাজ্য তোমাদেরই।
21 তোমরা এখন যারা ক্ষুধিত, তারা ধন্য
    কারণ তোমরা পরিতৃপ্ত হবে।
তোমরা এখন যারা চোখের জল ফেলছ, তারা ধন্য,
    কারণ তোমরা আনন্দ করবে।

22 “ধন্য তোমরা যখন মানবপুত্রের লোক বলে অন্যরা তোমাদের ঘৃণা করে, সমাজচ্যুত করে, অপমান করে, তোমাদের নাম মুখে আনতে চায় না এবং তোমাদের কিছুতেই মেনে নিতে পারে না। 23 সেই দিন তোমরা আনন্দ করবে, আনন্দে নৃত্য করবে কারণ দেখ স্বর্গে তোমাদের জন্য পুরস্কার সঞ্চিত আছে। ওদের পূর্বপুরুষরা ভাববাদীদের সঙ্গে এই রকমই ব্যবহার করেছে।

Read full chapter